আগামী ২৩ জানুয়ারী, ২০২৩ খ্রিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদের হলরুমে সকাল ১০ টায় জেলা তত্থ্য অফিস, বরিশালের আয়োজনে একটি 'মহিলা সমাবেশ' অনুষ্ঠিত হবে। গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে APA (জানুয়ারী-মার্চ, ২০২৩) এর আওতায় এই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত জনগণের সাথে জেলা তত্থ্য অফিস, বরিশালের উপপরিচালক জনাব রিয়াদুল ইসলামসহ আগত অতিথি বক্তাগণ সরকারের চলমান ও বাস্তবায়িত উন্নয়ন কর্মকাণ্ড আলোচনা ছাড়াও মাদকের কুফল, যৌতুক, বাল্য বিবাহ, জঙ্গী ও সন্ত্রাসবাদ, গুজব প্রতিরোধ এবং অন্যান্য জনকল্যাণমূলক আলোচনা করবেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS