Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
"Esho Muktijoddher Golpo Shuni (Let's Hear the Story of Liberation War)" function has been held at Barishal Government Girls' High School
Details

জেলা তথ্য অফিস, বরিশালের আয়োজনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বরিশালের হলরুমে অনুষ্ঠিত হয়ে গেল "এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি" অনুষ্ঠান। আজ ২০ নভেম্বর, ২০২২ তারিখে সকাল ১০ টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা শুনিয়েছেন বরিশালের জীবন্ত কিংবদন্তী বীর মুক্তিযোদ্ধা জনাব কে. এস. এ. মহিউদ্দিন মানিক, বীর প্রতীক। 

এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত তথ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এরপর বীর মুক্তিযোদ্ধা জনাব কে. এস. এ. মহিউদ্দিন মানিক, বীর প্রতীক সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন যে, বঙ্গবন্ধুর জন্ম না বলে বাংলাদেশ হত না, আমরাও থাকতাম না। আর  বঙ্গবন্ধুর কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা না জন্মালে হয়তো বাংলাদেশ বর্তমানে যে জায়গায় রয়েছে তা থেকে অনেক পিছিয়ে থাকত। তিনি এরপর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার, শঠতা ও কাপুরুষতার কথা শিক্ষার্থীদের সামনে সবিস্তারে বর্ণনা করা শুরু করেন এবং তা শুনে শিক্ষার্থীরা নিরীহ বাঙালিদের ওপর পাকিস্তানিদের এহেন বর্বোরোচিত আচরণের প্রতি চরম ঘৃণা প্রকাশ করে। পাশাপাশি তিনি মহান মুক্তিযুদ্ধে নিজেরসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধার দুঃসাহসিক ও রোমহর্ষক বীরত্বগাঁথা বর্ণনা করেন এবং শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধাদের রোমাঞ্চকর অপারেশনের কথা শুনে আনন্দিত, শিহরিত ও অনুপ্রাণিত হয় এবং দেশের কল্যাণের প্রতি তারা সর্বদা সচেষ্ট তাহকবে বলে অঙ্গীকার ব্যক্ত করে। এরপর শিক্ষার্থীরা একটি কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রশ্নের সঠিক উত্তরদানকারী ১০ জন শিক্ষার্থী আগত অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে খুবই খুশি হয়েছে এবং তারা মুক্তিযদ্ধের চেতনা লালন করতে অঙ্গীকারবদ্ধ থাকবে এই মতামতও ব্যক্ত করে। 


সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বরিশাল এর প্রধান শিক্ষক জনাব মাহবুবা হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন বরিশালের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার/ শিক্ষা ও কল্যাণ/ ত্রাণ ও পুনর্বাসন শাখা) জনাব মোঃ মহিন উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিস, বরিশালের সহকারী তথ্য অফিসার ও আয়ন-ব্যয়ন কর্মকর্তা জনাব লেলিন বালা। অনুষ্ঠানে সকল শিক্ষার্থীকে "নবারুণ" ও "সচিত্র বাংলাদেশ"ম্যাগাজিন উপহার দেওয়া হয় এবং অনুষ্ঠান শেষে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে আগত অতিথিবৃন্দের একটি আনন্দঘন ফটোসেশন অনুষ্ঠিত হয়।

Images
Attachments
Publish Date
20/11/2022
Archieve Date
31/12/2023