Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Participation in the "Digital Innovation Fair, 2022"
Details

জেলা তথ্য অফিস বরিশাল ১৮ নভেম্বর থেকে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে শুরু হওয়া "ডিজিটাল উদ্ভাবনী মেলা, ২০২২" এ বর্ণিলভাবে অংশগ্রহণ করেছে। ১৮ ও ১৯ নভেম্বর, ২০২২ ইং এই দুই দিন ব্যাপী চলমান মেলার ১০ নং স্টলে আগত দর্শনার্থীদের জেলা তথ্য অফিস বরিশাল তাদের বিভিন্ন প্রচার কৌশল অবহিতকরণ, প্রজেক্টারের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক ও জনসচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন, পোস্টার ও ফেস্টুন প্রদর্শন, "সচিত্র  বাংলাদেশ" ও "নবারুন" ম্যগাজিন বিতরণ করছে। এছাড়াও মেলা প্রাঙ্গনে স্থাপিত এলইডি ডিসপ্লে বোর্ডের মাধ্যমে মেলা চলাকালীন সময় অর্থাৎ প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা, রূপান্তর এবং বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। মেলার ১০ নং স্টলে আসুন ও ডিজিটাল মাধ্যমে সরকার কিভাবে আপনার দোড়গোড়ায় পৌঁছে যাচ্ছে তা জানুন।

Images
Attachments
Publish Date
19/11/2022
Archieve Date
31/12/2023