Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
An event (1) called 'Let us hear the story of our Liberation War'
Details

জেলা তথ্য অফিস বরিশাল এর আয়োজনে আগামী ১৭ নভেম্বর, ২০২২ ইং তারিখ সকাল ১০ টায় বরিশাল জিলা স্কুল এর হল রুমে  'এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি' অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা পরবর্তী প্রজন্মে সঞ্চারণের উদ্দেশ্যে একজন বীর মুক্তিযোদ্ধা এই অনুষ্ঠানটিতে তাঁর রণাঙ্গন স্মৃতি শিক্ষার্থীদের সামনে বর্ণনা করেন। এই বর্ণনার উপর ভিত্তি করে এরপর একটি মৌখিক প্রশ্নোত্তর পর্ব এবং পুরস্কার প্রদান পর্ব অনুষ্ঠিত হয়।

গল্প শোনাবেনঃ বীর মুক্তিযোদ্ধা জনাব কে এস এ মহিউদ্দিন মানিক, বীর প্রতীক

প্রধান অতিথিঃ জনাব মনদীপ ঘরাই, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা প্রশাসন, বরিশাল

সভাপতিঃ জনাব মুহাম্মদ নুরুল ইসলাম, প্রধান শিক্ষক, বরিশাল জিলা স্কুল, বরিশাল।


Date & Time
17-11-2022 10:00:00
End Date & Time
17-11-2022 12:30:00
Location
বরিশাল জিলা স্কুল এর হল রুম