আগামী ১০ নভেম্বর, ২০২২, বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায়, বানারীপাড়া উপজেলার সলিয়া বাকপুর ইউনিয়নের চৌয়ারিপাড়া গ্রামের 'কাজিবাড়ি' তে অনুষ্ঠিত হতে যাচ্ছে "মহিলা সমাবেশ"। বার্ষিক কর্মসম্পাদন চূক্তির আওতায় অনুষ্ঠিতব্য এই মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সলিয়া বাকপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ সিদ্দিকুর রহমান। জেলা তথ্য অফিস বরিশাল কর্তৃক আয়োজিত এই মহিলা সমাবেশে বাল্য বিয়ে ও যৌতুক নিরোধ, মা ও শিশু স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরী, মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে সচেতনতা তৈরী এবং জনগণের কল্যাণে সরকারের গৃহীত ও চলমান উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হবে। সলিয়া বাকপুর ইউনিয়নের সকল বাসিন্দা বিশেষত সকল নারীকে উক্ত মহিলা সমাবেশে উপস্থিত থাকার জন্য জেলা তথ্য অফিস বরিশালের পক্ষ হতে আমন্ত্রণ জানানো হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস