জেলা তথ্য অফিস, বরিশালের আয়োজনে বরিশাল জিলা স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়ে গেল "এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি" অনুষ্ঠান। আজ ১৭ নভেম্বর, ২০২২ তারিখে সকাল ১০ টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা শুনিয়েছেন জীবন্ত কিংবদন্তী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব এ. এম. জি. কবীর (বুলু)। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত তথ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অভ্যাগত বীর মুক্তিযোদ্ধার মুখে মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা শুনে শিক্ষার্থীরা বিশেষ অনুপ্রাণিত হয় এবং এরপর তারা একটি কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রশ্নের সঠিক উত্তরদানকারী ১০ জন শিক্ষার্থী আগত অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে খুবই খুশি হয়েছে এবং তারা মুক্তিযদ্ধের চেতনা লালন করতে অঙ্গীকারবদ্ধ থাকবে এই মতামত ব্যক্ত করে।
বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মনদীপ ঘরাই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক তথ্য অফিস, বরিশাল এর সহকারী পরিচালক জনাব রিয়াদুল ইসলাম। জেলা তথ্য অফিস, বরিশালের সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী কনকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী তথ্য অফিসার ও আয়ন-ব্যয়ন কর্মকর্তা জনাব লেলিন বালা। অনুষ্ঠানে সকল শিক্ষার্থীকে "নবারুণ" ম্যাগাজিন উপহার দেওয়া হয় এবং অনুষ্ঠান শেষে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে অতিথিবৃন্দের একটি আনন্দঘন ফটোসেশন অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস