শিশুদের জন্য উপযোগী বিশ্ব গড়ে তুলতে জেলা তথ্য অফিস বরিশালের আয়োজনে হিজলা উপজেলা পরিষদ চত্ত্বরে দুই দিন ব্যাপী (৪ ও ৫ জুন) শিশু মেলা শুরু হয়েছে। শনিবার (৪ জুন) দুইদিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন বরিশাল-৪ আসনের মাননীয় সংসদ সদস্য পংকজ নাথ।
উদ্বোধনী ভাষণে মাননীয় সংসদ সদস্য পংকজ নাথ বলেন, "জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের ভালোবাসতেন। ছোটবেলা থেকেই বঙ্গবন্ধু ক্রিড়ামোদি ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শিশুদের প্রতি বন্ধুবৎসল। শিশুরা যেন সুন্দর আগামীর সোনার বাংলাদেশে বড় হতে পারে তার জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। শিশুদের অধিকার আদায়ে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের পরিচালক জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন হিজলা উপজেলা চেয়ারম্যান জনাব মো. বেলায়েত হোসেন ঢালী, হিজলা উপজেলা নির্বাহী অফিসার জনাব বকুল কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মো. আলতাফ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। এছাড়া গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব জসীম উদ্দিনের পক্ষে উপস্থিত ছিলেন রক্ষণাবেক্ষণ প্রকৌশলী জনাব মোহাম্মদ আজিম উদ্দিন।
জেলা তথ্য অফিস, বরিশাল এর পরিচালক, জনাব জাকির হোসেন বলেন, "আজকের শিশুরাই আগামী দিনের কর্ণধার। এরাই দেশের নেতৃত্ব দিবে। সে জন্য শিশুদের জাতির পিতার স্বপ্ন আজকের শিশুদের লালন করতে হবে। তাদের মুক্তিযুদ্ধের আদর্শের শক্তি হিসেবে গড়ে তুলতে হবে। জাতির জনকের আদর্শ ধারণ করে শিশুদের ভালো মানুষ হতে হবে। তিনি আরোও বলেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ছিলেন সাহসী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, অসাম্প্রদায়িক ও মানবদরদী। তাঁর চরিত্রের এই গুণগুলো শিশুদের মধ্যে প্রথিত করতে পারলে সুন্দর আগামী প্রজন্ম গড়ে উঠবে। জাতির পিতা স্বপ্ন দেখিয়েছেন, আর তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন।"
মেলা উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক চলচ্চিত্র "টুঙ্গিপাড়ার মিয়া ভাই" সহ মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য তথ্যচিত্র এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত ও বাস্তবায়িত উন্নয়ন কার্যক্রমের ওপর নির্মিত তথ্যচিত্র দেখানো হয়। মেলা শেষ হবে আগামী ৫ জুন (রবিবার)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস