জেলা তথ্য অফিস বরিশাল ১৮ নভেম্বর থেকে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে শুরু হওয়া "ডিজিটাল উদ্ভাবনী মেলা, ২০২২" এ বর্ণিলভাবে অংশগ্রহণ করেছে। ১৮ ও ১৯ নভেম্বর, ২০২২ ইং এই দুই দিন ব্যাপী চলমান মেলার ১০ নং স্টলে আগত দর্শনার্থীদের জেলা তথ্য অফিস বরিশাল তাদের বিভিন্ন প্রচার কৌশল অবহিতকরণ, প্রজেক্টারের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক ও জনসচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন, পোস্টার ও ফেস্টুন প্রদর্শন, "সচিত্র বাংলাদেশ" ও "নবারুন" ম্যগাজিন বিতরণ করছে। এছাড়াও মেলা প্রাঙ্গনে স্থাপিত এলইডি ডিসপ্লে বোর্ডের মাধ্যমে মেলা চলাকালীন সময় অর্থাৎ প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা, রূপান্তর এবং বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। মেলার ১০ নং স্টলে আসুন ও ডিজিটাল মাধ্যমে সরকার কিভাবে আপনার দোড়গোড়ায় পৌঁছে যাচ্ছে তা জানুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস